• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

গাজীপুরে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত


গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২৪, ১২:২২ পিএম
গাজীপুরে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে মাটিবহনকারী ডাম্প ট্রাকের চাপায় শেফালী খাতুন (২৬) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার আওতাধীন মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

 

নিহত শেফালী খাতুন তিনি স্থানীয় বাসিন্দা নাহিদ হোসেনের স্ত্রী ও আকুলিচালা এলাকায় এসেনসিয়াল ক্লথিং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

আকুলিচালা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এসেনসিয়াল ক্লথিং কারখানা থেকে কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন শেফালী খাতুন। পথে রাস্তা পারাপারের সময় একটি ডাম্প তাঁকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও কারখানাটির শ্রমিকেরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। তবে গাড়ির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এসআই

Wordbridge School
Link copied!