• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩


খাগড়াছড়ি প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:০২ পিএম
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের আলুটিলা এলাকায় পর্যটকবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকার একটি ট্যুরিস্ট অপারেটিং গ্রুপের মাধ্যমে সাজেক বেড়াতে যাচ্ছিলেন সবাই। আলুটিলা এলাকায় পাহাড় থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হতাহতদের মধ্যে মাথা, হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত রয়েছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত। স্বজনদের অনুরোধে চিকিৎসাধীন সবাইকে রিলিজ দেয়া হয়েছে।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাস সরিয়ে নেয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!