সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ (২৪) গুলিতে নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
বুধবার (১৮ ডিসেম্বর) সেই হত্যা মামলার আসামি উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুকে (৫৯) কোতোয়ালি থানাধীন কেওয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পুলিশি প্রহরায় তাকে আদালতে আনা হলে এ সময় মারধরের শিকার হন তিনি।
গ্রেপ্তার আমির হোসেন নুরু বালাগঞ্জের আজিজপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা প্রদান করায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। পরে নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে কঠোর নিরাপত্তায় পুলিশ নুরুকে আদালতে নিয়ে আসে। আদালত ভবনে তোলার সময় তাকে কয়েকজন কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। হামলায় তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। যার কারণে তাকে আর আদালতে তোলা সম্ভব হয়নি। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমদ জানান, তাকে আদালতে নেওয়া হলে সেখানে উৎসুক জনতা তার ওপর হামলা করে। সেখানে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এসএস