• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গাজীপুরে বোতাম কারখানার আগুনে শ্রমিকের মৃত্যু


গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:০৭ পিএম
গাজীপুরে বোতাম কারখানার আগুনে শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস নামের কারখানায় এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি।

এসএস

Wordbridge School
Link copied!