• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে পিতা খুন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২৪, ০৭:৫৩ পিএম
নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে পিতা খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। রোববার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, আমার চাচাতো ভাই রিফাত (১৮) মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো সে। রোববার দুপুরে মাদকের টাকার জন্য নিজ বাবার সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে বাবা শফিকুলের পেটে ছুরিকাঘাত করে রিফাত। এতে ঘটনাস্থলেই আমার চাচার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় রিফাত। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে মৃত অবস্থায় পায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খাঁন জানান, ‘ছেলের হাতে বাবার খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা প্রস্তুতি চলমান রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!