• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি ডিসেম্বর ২৩, ২০২৪, ০২:৩৪ পিএম
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে এই ঘটনা দুটি ঘটে।

নিহত দুই শিশু হলেন, হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে হাফসা আক্তার (৮) ও আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে সোহাগ (২)।

জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, দুই শিশুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।


এসএস

Wordbridge School
Link copied!