Menu
চুয়াডাঙ্গা: ভারতে বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি দুই যুবতীকে পাচারের সময় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে (২০) ও (২২) বছর বয়সী দুই তরুণীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক করা হয়েছে মোঃ শাহীন হোসেন (২৪) এক পাচারকারীকে।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর সীমান্ত থেকে দুই তরুণীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় দর্শনা থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে নারী ও শিশু পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার পানিকল বউবাজার ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হাজারবাড়ী গ্রামের ওই দুই তরুণীকে ভারতে বিউটি পার্লারের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে লালটু (৩০) নামের এক যুবক বৃহস্পতিবার দুপুরে খালিশপুরে নিয়ে আসে। শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী জয়নগর গ্রামের মোঃ মুহিদুল ইসলামে ছেলে মোঃ শাহিন হোসেনের হাতে দুই তরুণীকে তুলে দেয় লালটু।
পরে সীমান্তবর্তী জয়নগর গ্রামে রাতের আঁধারে ভারতে মানবপাচারী সিন্ডিকেটের সদস্য জয়নগর গ্রামে মোঃ শাহিন হোসেন রাশেদ, মোঃ সোহেল, শরিফুল ইসলাম আজের সহ অজ্ঞাত ৭-৮ জন তাদের কে জয়নগর গ্রামে একটি বাড়িতে নিয়ে রাখে। সোমবার ভোর ৫ টার দিকে মানবপাচারের সিন্ডিকেটের হোতা মোঃ শাহিনের নেতৃত্বে অন্যান্য পাচারকারীরা দর্শনা জয়নগর সীমান্তের ৭৫/৩ নম্বর মেইন পিলারের ২০ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় জয়নগর সীমান্তে টহলরত দর্শনা কোম্পানি সদর বিজিবি ক্যাম্পের নায়েক জিয়াউর রহমান ন্যান্স নায়েক পলাশ, মোঃ ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ধাওয়া করে দুই তরুণীকে উদ্ধার ও শাহিনকে আটক করে। এ ঘটনায় উদ্ধার হওয়া এক তরুণী বাদী হয়ে অবৈধভাবে সীমান্তে নারী পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শাহিন জানায়, সে পলাতক আসামিদের সহায়তায় পরস্পর যোগসাজসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের কাটা তাঁরের বেড়া টপকিয়ে বা ছিড়ে ওই দুই যুবতীকে ভারতে পাচার করবে বলে সীমান্ত নিয়ে যায়। ভারতে বিভিন্ন জুয়ার ক্যাসিনো মদের বার আবাসিক হোটেলে পতিতালয়ে কাজের উদ্দেশ্যে ওই তরুণীদের পাচার করছিল বলেও স্বীকার করে সে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT