• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু 


কক্সবাজার প্রতিনিধি ডিসেম্বর ২৪, ২০২৪, ০২:৩১ পিএম
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউটিন কাজ করছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের খবর পাওয়া যায়।এতে প্রায় ৭০০টি শেড (ঘর) পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই অগ্নিকান্ডে এক রোহিঙ্গা শিশু মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে তার পরিচয় এখনো মিলেনি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

তিনি বলেন, ‘কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, ‘আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে।’

ফায়ারসার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্র বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। চেষ্টা চলছে, আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে।

এর আগে গত ১ ডিসেম্বর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনায় আগুন লেগে পুড়ে যায়। উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

এসএস

Wordbridge School
Link copied!