Menu
বরগুনা: বরগুনায় ময়লার ভাগাড় থেকে মা-বাবা বিহীন এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদরাসা সড়কের পাশের ময়লার ভাগাড়ে পরিত্যক্ত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে মামুন নামের এক ব্যক্তি। বর্তমানে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশুটিকে উদ্ধার করা মামুন জানান, সকাল ৭টার দিকে হাঁটতে বের হয়ে ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদরাসার সামনে রাস্তার পাশে আবর্জনাযুক্ত স্থানে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই। পরে কাছে গিয়ে দেখতে পাই একটি ছেলে নবজাতক কান্না করছে। সেখান থেকে নবজাতককে শিশুকে উদ্ধার করে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করি।
এ বিষয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মাহদী বলেন, ‘নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। বাচ্চাটি এখনো সৌদি প্রবাসী হাসপাতালেই চিকিৎসাধীন আছে। বাচ্চাটির হাত পা একটু ঠাণ্ডা হয়ে আছে, যার জন্য ওখানে হিটারের মাধ্যমে গরম করার চেষ্টা করা হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব বলেন, চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সামনের রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক শিশু কুড়িয়ে পাওয়া গেছে। বাচ্চাটি বর্তমানে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন আছে। ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে .বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। শিশুটি সুস্থ্য হলে উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT