সিলেট: সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের কাষ্টগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আমাদের সার্ভারে একটু সমস্যা করছে। যার কারণে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে তার বিরুদ্ধে থানায় ১০ টি মামলার সংযুক্তি পেয়েছি। বর্তমানে সে থানায় রয়েছে। বুধবার আদালতে প্রেরণ করা হবে।
এসএস







































