• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক


গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৪৩ পিএম
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা।এতে করে  মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে আড়াই ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা পশ্চিম পাড়া এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামে একটি কারখানা পরিচালিত হয়। নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হারডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত নভেম্বর ও চলতি মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করছিলেন। পরে বৃহস্পতিবার সকালে তারা বেতন আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। 

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেওয়ার পরিকল্পনা করছি। 

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল। মহাসড়ক ছেড়ে দিতে একাধিকবার তাদের অনুরোধ করা হয়। পরে জনসাধারণের মহাসড়কে চলাচলে দুর্ভোগ বিবেচনা করে ছত্রভঙ্গ করে দেওয়া হলে আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এসএস

Wordbridge School
Link copied!