কক্সবাজার: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে গেছে এমভি গ্রীন লাইন নামে একটি জাহাজ। এতে আটকে পড়েছে জাহাজের ক্রুসহ ৭১ জন যাত্রী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে নষ্ট হয়ে যায় জাহাজটি। নষ্ট হওয়ার পরপরই জাহাজটি কূলে এসে নোঙর করে। তবে বিজিবি-কোস্ট গার্ড তাদের উদ্ধারে কাজ শুরু করছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উদ্দিন। তিনি বলেন, আটকা পড়া ক্রুসহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি-কোস্ট গার্ড কাজ করছে। তারা ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে তাদের কক্সবাজারে ফেরাতে।
এসএস