শেরপুর: শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ, ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রারা।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি জুবায়দুল আলম সাংবাদিকদের বলেন, সকালে বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
আইএ