• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০
ফরহাদ মজহার

দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:০৭ পিএম
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে

কুমিল্লা : প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে। রাজনীতি মানে আমাদের একটি সমাজ। ফ্যাসিজম আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমরা যদি ইতিহাস ভুলে যাই, তবে আমরাও ফ্যাসিজম হয়ে যাব। ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা ও একটি পক্ষও বলা শুরু করেছে এবং ইতিহাসকে ভুলে গিয়েছিলেন। সে জন্য তারা ফ্যাসিজম হয়ে গিয়েছে।

তরুণ প্রজম্মকে বেশি বেশি বই পড়া, ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তোমার যত বেশি কুরআন, হাদিস এবং বই পড়বে, তত বেশি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কোমাল্লায় ‘বিলকিস আলম পাঠাগার’এর উদ্যোগে আয়োজিত “গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়ার প্রয়োজনীয়তা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দসহ ছাত্র-জনতার শহীদ মিনারের গণজমায়েত সর্ম্পকে তিনি বলেন, আমি জানি না তারা ওইদিন কী ঘোষণা করতে যাচ্ছেন। তবে তাদের উদ্দেশ্যে আমি বলব, রাষ্ট্র ও সরকার এক নয়, জনগণের সার্বভৌমত্বই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এবং সরকার এই দুইটি বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়, আমরা আশা করবো ছাত্ররা আগামীকালে ঘোষণায় আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার করবেন। 

ফরহাদ মজহার আরও বলেন, আমরা সকলে মিলেমিশে একটা সমাজ। এই সমাজে থাকবে রাজনীতি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকলেই মিলে হবে একটি আদর্শ সমাজ। এমন সমাজ যদি সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের মধ্যে কোনো ফ্যাসিজম হবে না। আর যদি না পারি তবে আমাদের মধ্যে আবারও ফ্যাসিজম সৃষ্টি হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) অধ্যাপক এইচ আর হারুন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আগা আজাদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন। বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. নুরুল আলম খাঁনের সভাপতিত্বে ও তরুণ কবি, সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমাদ, বিশিষ্ট কবি গবেষক ও সাহিত্যিক ড. কাজল রশীদ শাহীন, বানানের সম্পাদক মোহাম্মদ রাসেল, সম্পাদক ও শিশু সাহিত্যক মামুন সারওয়ার, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আবিদ আজম প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!