• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

দিনাজপুরের হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফাকে অবাঞ্ছিত ঘোষণা 


হিলি প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:২৬ পিএম
দিনাজপুরের হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফাকে অবাঞ্ছিত ঘোষণা 

দিনাজপুর: হিলিতে আওয়ামী লীগের দোসর দাবি করে আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসীরা।

সোমবার (৩০ ডিসেম্বর)  সকাল সাড়ে ১১টায় উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন স্থানীয় কয়েক শতাধিক নারী ও পুরুষ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

বিক্ষোভ মিছিলে স্থানীয়রা জানান, নিলুফা ইসলাম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের একজন দোসর তাকে আমরা ইউনিয়ন পরিষদে বসতে দিবো না। 

সে আওয়ামী শাসন আমলে আলীহাট ইউনিয়ন শাখার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে ছিলেন এখনও আছেন। আমরা আওয়ামী লীগের কোনো মানুষকে পরিষদে বসতে দিবো না।

এআর

Wordbridge School
Link copied!