• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০
ধর্ম উপদেষ্টা 

ধর্ম নিয়ে কেউ গুজব ছড়ালে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:১৫ পিএম
ধর্ম নিয়ে কেউ গুজব ছড়ালে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

পটুয়াখালী: কুয়াকাটায় অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, যে কোনো ধর্মের ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, এটার সত্যতা রয়েছে তাকে  আইনের আওতা এনে গ্রেপ্তার দেখাবেন। যদি একেবারে ভিডিও ফুটেজ বা বিভিন্ন তথ্যসহ সত্যতা পাওয়া যায় তাহলে তাকে তিন বছরের সাজা দেয়া হবে। 

তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে কেউ যদি কথার ছলে ফেইসবুক ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো বাজে মন্তব্য বা গুজব ছড়ায় তাকে একেবারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে, এমন একটি ঘোষণা বাংলাদেশ হাইকোর্টের বিচারক রায় দিয়েছে যার কপি আমার কাছে রয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার জামি'য়া মহিউসসুন্নাহ মাদ্রাসার মিলনায়তনে ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর উদ্যেগে রাখাইন, হিন্দু, খৃষ্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিসবাহ। 

শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। বৃদ্ধ আবুল হোসেন ও রাখাইন মংখেন বলেন, ফী সাবিলিল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতিবছরই আমাদের ঈদের সময় এবং শীতে উপহার দেয়। উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। যে হুজুরে দিয়েছে তার জন্য দোয়া করবো সারাজীবন।  

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, ৫ আগষ্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট, হামলা ভাংচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেফতার করেছি এবং ৭০ টার অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান রাখাইন ঐক্যের বিকল্প নেই। 

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরীব অসহায় মসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ. ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সকলের মাঝে উপহার তুলে দেন। 

এআর

Wordbridge School
Link copied!