বরগুনা: বরগুনার তালতলী মাছ বাজারে ৮ মণ ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে জব্দ করেছে। মোবাইল কোর্ট পরিচালনা কালে মাত্র ৪০ কেজি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা মাছ তালতলী বন বিভাগকে বিনষ্ট করতে নির্দেশ প্রদান করা হয়।
জানা গেছে, গত তিন চার দিন পূর্বে সাগরে বড়শিতে ৮ মণ ওজনের এই শাপলাপাতা মাছটি ধরা পড়ে। তালতলীর জব্বার নামের এক মাছ ব্যবসায়ী জেলেদের কাছ থেকে কিনে স্থানীয় বাজারের সততা ফিশ আড়ৎদার মজিবর রহমানের কাছে নিয়ে আসে। তিনি গত দুই দিন ধরে মাছটি চারশত টাকা কেজি করে বিভিন্ন পাইকারদের নিকট সাতানব্বই হাজার টাকায় বিক্রি করেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বিক্রেতা মাছ ফেলে পালিয়ে যায়।
এবিষয়ে আড়ৎদার মজিবর রহমান মুঠোফোনে জানান, এর আগে এই ধরনের শাপলাপাতা মাছ মাইকিং করে বিক্রি করেছি। এটি অবৈধ এবং নিষিদ্ধ মাছ তার জানা ছিলো না। তিনি বলেন, গোপনে পাইকারদের কাছে ৪০০ টাকা দরে বিক্রি করি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এবিষয়ে জানান, গত দুই দিন আগে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তালতলী বাজারে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হবে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাছ নিয়ে পালিয়ে যায়। আমি সেখানে লোকজন পাহাড়ায় বসিয়ে রাখি। বৃহস্পতিবার সকালে তালতলী বাজারে বিক্রি কর হচ্ছে সংবাদ পেয়ে উপজেলা মৎস বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখান থেকে ৪০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করি। এসময় মাছ বিক্রির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। পরে আমি জব্দ করা মাছ বন বিভাগকে বিনষ্ট করার নির্দেশনা প্রদান করি।
আইএ