• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

কুড়িগ্রামে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা


কুড়িগ্রাম প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২৫, ০৩:০৬ পিএম
কুড়িগ্রামে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম (৪১) নামের এক দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে। 

বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিলকিস বেগম স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভূগে রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন, গত তিন মাস ধরে বাবা মৃত বাদশা মিয়ার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু চিকিৎসা নেয়ার পরও শারীরিক সমস্যার উন্নতি না হলে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯ টায় সবার অজান্তে বাড়ির গোয়াল ঘরে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে, তবে এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!