Menu
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে রিমা আক্তার (১৫) হত্যার অভিযোগে স্বামী পারভেছ মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের পাচলাইশ খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে র্যাবের মিডিয়া অফিসার নাজমুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ২৫ শে ডিসেম্বর পারভেজ তার স্ত্রী রিমা আক্তারকে মারধর করে। এতে গুরুতর আহত হলে রিমাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রিমাকে মৃত ঘোষনা করলে পারভেজ মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। এঘটনায় নিহতের বড় ভাই মীর আলম (২৯) নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT