• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৫ যাত্রীর


ফরিদপুর প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৫, ০১:৩৪ পিএম
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৫ যাত্রীর

ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিবাজার রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মুন্সিবাজার রেল ক্রসিংয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিনযাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুইজন।

আহতদের মধ্যে অন্যদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা উদ্ধার কাজ চালায়।

এমটিআই

 

Wordbridge School
Link copied!