কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই দিন পেড়িয়ে গেলেও এখনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর মহেশখালী ও চকরিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এমএম রকিব উর রাজা।
তিনি জানান, কিশোরীর পরিবারের পক্ষ থেকে এখনো এজাহার জমা দেওয়া হয়নি। তবে পরিবারের সাথে কথা হয়েছে পুলিশের, মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলের মধ্যে মামলা রুজু হতে পারে।
ধর্ষণের শিকার কিশোরীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর থেকেই অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মামলা রুজুর পর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, রোববার রাতে বদরখালী ব্রীজের পাশে প্যারাবনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কিশোরী।এর পর থেকে এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজারজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।সোমবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেয়া হয় ছাত্র-জনতার পক্ষ থেকে।
এসএস