• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

বোনদের জমি না দিয়ে প্রাননাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 


কুমিল্লা প্রতিনিধি  জানুয়ারি ৮, ২০২৫, ০৮:৩৩ পিএম
বোনদের জমি না দিয়ে প্রাননাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুরে রেজাউল রহমান ও তার ভাইয়েরা তাদের চার বোনের জমি না দিয়ে প্রাননাশের হুমকি দেয়। এর প্রতিবাদে ভুক্তভোগী বোন তাসলিমা ও তার বোনেরা এক সংবাদ সম্মেলনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণপুর বেলতলী বাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

বক্তব্যে তাসলিমা বলেন, কৃষ্ণপুরের এ জায়গা আমার মৃত ভাইয়ের। আমরা বোনেরা মিলে আমার মৃত ভাইয়ের অসুস্থতার সময় অনেক টাকা দিয়েছি। এখন তার মৃত্যুর পর জায়গার ওয়ারিশ না থাকায় তার স্ত্রী রহিমাকে এ সম্পত্তি থেকে দূরে সরিয়ে রাখে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয় রেজাউরসহ বাকি ভাইয়েরা। এখন আমার ভাইয়ের সম্পত্তি আমরা বোনেরা ফিরে পেতে চাই।

সংবাদ সম্মেলনে বোনেরা বলেন, আমরা আমার ভাইয়ের জমি আমাদের নামে নিতে চাইলেও রেজাউর ও তার বাহিনীর বিভিন্ন হুমকির কারনে জায়গার কাছেও যাওয়া যায় না। গত পরশু দিন জায়গায় গেলে আমাদেরকে অতর্কিত হামলা করে। আমাদের উদ্ধার করতে ইকবাল ভাইসহ আরও অনেকে গেলে এখন তাদের বিরুদ্ধেও তারা বিভিন্ন অপবাদ দিচ্ছে। তাদের কোন দোষ নেই। তারা আমাদের বাঁচাতে গেছে। তারা না গেলে আমাদেরকে মেরে ফেলতো। আমরা আমাদের জমি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেফালি বেগম, শাহিনা আক্তার, নাজমা প্রমুখ।

আইএ

Wordbridge School
Link copied!