• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে আহত


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানুয়ারি ১০, ২০২৫, ১১:৪১ এএম
রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে আহত

রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাসেল মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ৭ জানুয়ারি রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মাইজদী এলাকায় এ ঘটনা ঘটে। 

রাসেল মোল্লা লিখিত অভিযোগে জানান, স্থানীয় টেকনোয়াদ্দা এলাকার বুলু, হামিদ, ইউসুফ আলী, মনির এলাকায় মাদক ব্যবসা করেন। যুবদল নেতা রাসেল মোল্লা মাদক ব্যবসায় বাধা প্রদান করায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে, গত ৭ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে উপজেলার মাইজদি এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী হামিদের নেতৃত্বে অজ্ঞাত ৮/১০ জন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাসেল মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় মাদক ব্যবসায়ীরা রাসেলের প্যান্টের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ রাসেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইএ

Wordbridge School
Link copied!