• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্র নিহত


গোপালগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১০, ২০২৫, ০২:৩৪ পিএম
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্র নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই ছাত্র নিহত হয়েছেন।শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপিনাথপুর-কোটাখোল অভ্যন্তরীণ সড়কের জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫) ও পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র ছিলো।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মাদ সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, নিহত দু’জনই অল্প বয়সী। তারা ইছাখালি থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেল চালানোর কোন দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে চালানোর কারণে দূর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দুইজনই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!