খুলনা: কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর ও সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে।
টিপু খুলনার দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র। খুলনা সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানি টিপু হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কক্সবাজার মডেল থানায় মামলা হয়েছে। টিপুর ভগ্নিপতি ইউনুস আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কক্সবাজার মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে নিহত কাউন্সিলরের ভগ্নিপতি ইউনুস আলী শেখ থানায় আসেন। এ হত্যাকান্ডের ব্যাপারে তিনি বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার (নং ১৮) পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার পর লাশের ময়না তদন্ত করা হয়। আটক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু এবং হোটেলে থাকা এক নারীদের বিষয়ে ওসি কোনো তথ্য দেননি।
এদিকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার দুপুরে উত্তর দেয়ানা মাঠে নিহতের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে সরকারপাড়া কবরস্থানে দাফন হওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫। চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটক অপরজন মেজবাহ হক ভুট্টো। তিনি কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে গতকাল রাত ১২টার পর আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন।
হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। রুমি নামের ওই নারী পলাতক বলে জানান র্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।
এ ঘটনায় হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।
নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পায়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।
এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম।
হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। খুলনার দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, নিহত কাউন্সিলর টিপুর বিরুদ্ধে থানায় দু'টি মামলা রয়েছে।
এর মধ্যে নিষিদ্ধ বিপ্লবী পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির নেতা হুজি শহীদ হত্যা মামলা এবং অপরটি মারামারি মামলা। মামলা দু'টিতে জামিনে ছিলেন তিনি।
এআর