ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ জানুয়ারী) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় কেটিসি ব্রিকস নামের একটি অবৈধ ইট ভাটায় (পাজা) অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট ভাটার এক কর্মচারীকে আটক করা হয়।
কৃষি জমি বিনস্ট করে অবৈধভাবে ইট পোড়ানোয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাস কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইট ভাটার (পাজা) কাচা ইট বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
আইএ