Menu
ছবি : প্রতিনিধি
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে পেটানোর অভিযোগে থানায় মামলার তিন দিন পর আসামী মো. মোশার হোসেন (৪১) কে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নলুয়াকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মো. মোশারফ হোসেন নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. আসমা খাতুনের স্বামী ও ওই গ্রামের বাসিন্দা।
রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আসামীকে সিরাজগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. আসমা খাতুনের সহকর্মী জান্নাতুল ফেরদৌসের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণিতে ভর্তি সংক্রান্ত খরচা নিয়ে আসমা খাতুনের স্বামী মো. মোশারফ হোসেন বাক-বিতন্ডায় জরান। এক পর্যায়ে টেবিলে রাখা ফাইল তুলে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে বেধড়ক পেটাতে থাকেন মোশারফ। এ সময় ওই শিক্ষিকা অফিসের মেঝেতে লুটিয়ে পড়লে মোশারফ উর্পযপরি লাথি ও কুল-ঘুষি মারতে থাকেন। পরে সেখানে থাকা বিদ্যালয়ের সহকর্মীরা তাকে উদ্ধার করেন। আর খবর পেয়ে শিক্ষকা জান্নাতুল ফেরদৌসের স্বামী মাসুদ রানা ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেন। পরে ওইদিন রাতেই আহত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT