• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার


সোনারগাঁও প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:৫৭ পিএম
সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মনির হোসেন (৫০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি সনমান্দী ইউনিয়নের ফতেহপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মনির হোসেন গত দুইদিন ধরে নিখোঁজ ছিলো। পরে সোমবার বিকেলে মনির হোসেন এর নিজ বাড়ির পাশের একটি পুকুরের পারে  তার লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে ফতেহপুর এলাকা থেকে নিহত মনির হোসেন এর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

এআর

Wordbridge School
Link copied!