• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ


পঞ্চগড় প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:৪৮ পিএম
পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

পঞ্চগড়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের নামে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামেরঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ সাগর স্মরণীয় রোড।
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে সাতমাইল মোড়ে নাম ফলকের উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলামসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, সাগর নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। এ জন্য তার নামানুসারে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। আমরা তার মাগফিরাত কামনা করছি। শহীদ সাগরের পরিবারের পাশে সবসময় রয়েছে উপজেলা প্রশাসন।

এআর

Wordbridge School
Link copied!