• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

কুমিল্লায় ইপিজেডে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের উপর হামলা


কুমিল্লা প্রতিনিধি  জানুয়ারি ১৬, ২০২৫, ০৮:২৩ পিএম
কুমিল্লায় ইপিজেডে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের উপর হামলা

কুমিল্লা: কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এ সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের উপর হামলা করেন ইপিজেড আনসারকর্মীরা ও বেপজা সিকিউরিটি গার্ড। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এই ঘাটনায় ঘটে। ঘটনাস্থলে সংবাদ কর্মীরা জানায়, ইপিজেডের এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধনে সংবাদ গ্রহণে করতে সাংবাদিকরা ইপিজেড গেইটে গেলে সেখানকার দায়িত্বরত আনসারকর্মীরা সাংবাদিকদেরকে ঢুকতে বাঁধা দেন।

বেপজা কর্তৃপক্ষের অনুমতি নিতে চাইলেও তারা গণমাধ্যমকর্মীদের কোনো কথা না শুনেই তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে বের করে দেন। এসময়, সোনালী নিউজের জেলা প্রতিনিধি মইন নাসের খান রাফিকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে আনসারকর্মীরা৷ 

এসময় সাংবাদিক রাফির শরীরে আঘাত লাগে ও হাত রক্তাক্ত হয়। এসময় বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সরেজমিনে উপস্থিত থাকা দৈনিক আমাদের কুমিল্লার রিপোর্টার জাহিদ হাসান নাইম বলেন,  আমরা সংবাদ সংগ্রহের জন্য এসেছিলাম। ইপিজেড এর ভিতর দিয়ে অন্য পাশের গেটে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু বেপজা সিকিউরিটি গার্ড ও আনসার কর্মীরা কোনো কথা না শুনেই উচ্চ বাক্য করতে থাকে। এক পর্যায়ে তারা সাংবাদিক রাফির গায়ে হাত তোলে। আমি এই ঘটনা তীব্র নিন্দা জানাই। 

সেখানে উপস্থিত থাকা আরেক গণমাধ্যমকর্মী চ্যানেল এস এর কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে যাবে। সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে এটা তো তারা আগে থেকেই অবগত। আনসার কর্মীরা সুন্দর ভাবে বুঝিয়ে না বলেই শুরু থেকেই উচ্চ বাক্যে কথা বলে এবং গণমাধ্যম কর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একপর্যায়ে সাংবাদিক রাফির গায়ে হাত তোলে। এটা তারা ঠিক করেনি আমরা তীব্র নিন্দা জানাই। 

এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বেপজার নিবার্হী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব কে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

এআর

Wordbridge School
Link copied!