• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

বরিশালে আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআই মেহেদীর মৃত্যু


বরিশাল প্রতিনিধি  জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:১৩ পিএম
বরিশালে আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআই মেহেদীর মৃত্যু

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মেহেদী হাসান ইটভাটার আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৬ জানুয়ারি, বরিশালের বিমানবন্দর থানার অধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। এতে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেদিনই তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তিনি মারা যান।

এসআই মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন এবং চার বছর আগে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। তিনি সর্বশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় দায়িত্ব পালন করছিলেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, মেহেদী হাসানের মৃত্যুতে পুলিশ বাহিনী একজন নিষ্ঠাবান সদস্যকে হারালো। শুক্রবার তার নিজ গ্রাম বরগুনায় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এসআই মেহেদী হাসানের অকাল মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সতীর্থ ও কর্মকর্তারা তার এ বীরত্বপূর্ণ আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করছেন।

এআর

Wordbridge School
Link copied!