Menu
ছবি : প্রতিনিধি
নড়াইল: নড়াইলে বৃষ্টি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ওই নারীর শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়।
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানায়, আজ শুক্রবার বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বৃষ্টি। সন্ধ্যার দিকে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। বাড়ির কাছাকাছি এসে স্ত্রী-সন্তানকে বাড়ি চলে যেতে বলে চা পান করার জন্য স্থানীয় একটি দোকানে যান লিয়ন। এদিকে বাড়ি পৌঁছানোর কিছু সময় পর পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শয়ন কক্ষে শাড়ি পেচিয়ে ফ্যানের সঙ্গে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে স্বামী ও এলাকার লোকজন উপস্থিত হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় পাওয়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT