Menu
ছবি : প্রতিনিধি
কুড়িগ্রাম: ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পিংকি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোঃ সাত্তার মুহুরী (৪১) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর বাড়ি ভুরুঙ্গামারীর পাগলাহাট চর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। মোঃ সাত্তার মুহুরী কুড়িগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পিংকি পরিবহনের বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT