Menu
ঢাকা: কনকনে ঠান্ডা বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীতে। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার দরিদ্র মানুষজন।
ঘন কুয়াশার কারণে গত ২ দিন ধরে সূর্যের দেখা মেলেনি এই জেলায়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন বাহিরে বের হতে না পেরে পড়েছেন দুর্ভোগে।
বিশেষ করে ডিমলা উপজেলার তিস্তা নদীর কোল ঘেঁষা গ্রাম ও চরের মানুষজন সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেকে দিনভর খেড়কুটে জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। নীলফামারী পুরাতন রেল ষ্টেশন এলাকার ফেরিওয়ালা খলিল হোসেন (পেচি) জানান গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে কাজে যেতে পারিনি।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মঙ্গলবার নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যা এই মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। ফলে বিমান ওঠা-নামায় বিঘ্ন ঘটে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT