• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটের ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করলো প্রশাসন  


লালমনিরহাট প্রতিনিধি জানুয়ারি ২১, ২০২৫, ০৪:১০ পিএম
লালমনিরহাটের ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করলো প্রশাসন  

ছবি : প্রতিনিধি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মঙ্গলবার (২১জানুয়ারী) অবৈধ ভাটা বন্ধ ও জরিমানার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত। এর আগে গতকাল সোমবার (২০ জানুয়ারী) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক রওজাতুন জান্নাতের নেতৃত্বে ওই অভিযান গুলো পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টাস্কফোর্স।

আদিতমারী উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী কৃষি জমিতে স্থাপিত এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাপ্টিবাড়ী ইউনিয়নের এল.এম.বি ব্রিকসকে দুই লাখ টাকা, ওয়ান স্টারকে দুই লাখ টাকা, সান টু ব্রিকসকে এক লাখ টাকা এবং জে আর ব্রিকসকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত বলেন, ‘লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ভাটায় তৈরিকৃত ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ এই অভিযানের ফলে স্থানীয় এলাকায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হচ্ছে।

এসআই

Wordbridge School
Link copied!