Menu
ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ১২৭ বস্তা ভারতীয় চিনি ও ১৬ বস্তা জিরাসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে একজন নিজেকে সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার পয়ারী রোড পৌর আমুয়াকান্দা এলাকা থেকে এসব পণ্যসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার মো. জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৫)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুর হাট এলাকায় একটি গুদাম থেকে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, একটি সেলাই মেশিন, একটি মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT