Menu
ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া বাজারে মধ্য রাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ ১১টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে আমতলী ও তালতলীর উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে একটি চায়ের দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ও তালতলীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটি এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাজারের ১১ টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। এমনকি বাজারের পাশে থাকা জনৈক নিজাম বিশ্বাসের বসত ঘরটিও পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে আর্থিক ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার উপরে বলে জানান স্হানীয়রা এবং ক্ষতি গ্রস্হরা জানান।
এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, আরপাঙ্গাশিয়া বাজারে একটি চায়ের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্হানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT