Menu
ফাইল ছবি
ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে সুশান্ত কুমার সাহা (৩৮) নামের এক যুবক মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) পশ্চিম গাড়াখোলা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় মৌমাছির কামড়ে আরো ১৬ জন আহত হয়।
সুশান্ত পশ্চিম গাড়াখোলা গ্রামের পরিমল কুমার সাহার ছেলে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, আহতরা সবাই পশ্চিম গাড়াখোলা গ্রামের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাছে থাকা মৌমাছি উড়ে এসে তাদের শরীরে কামড় দেয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. কবির সরদার জানান, সন্ধ্যার কিছু আগে মৌমাছির কামড়ে আহত ১৭ জন রোগী আসে। এর মধ্যে একজন আগেই মারা গেছেন।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT