Menu
ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম।
গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম আউয়াল (৪০) ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা এলাকার মৃত এলাল উদ্দিন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ২০২৩ সালে পটুয়াখালীতে একটি চেক ডিসঅনার-এর মামলায় ৫ মাসের কারাদণ্ড এবং দুই লাখ চুরাশি হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আউয়ালকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজকেই তাকে আদালতে পাঠানো হবে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT