• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

২৪ দিনে কক্সবাজার সৈকতে ভেসে এলো ৮৪ মৃত কচ্ছপ


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:৩৮ পিএম
২৪ দিনে কক্সবাজার সৈকতে ভেসে এলো ৮৪ মৃত কচ্ছপ

ঢাকা: সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুমে আবারও একের পর এক মৃত কচ্ছপের দেখা মিলছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টসহ উপকূল এলাকায়। তবে গত বছরের তুলনায় এবার মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্য বলছে, কক্সবাজারের সমুদ্র উপকূলে গত দুই দিনে (শনি ও রবি) ভেসে এসেছে ৬৮টি মৃত কচ্ছপ। এর আগে গত ৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে আরও ১৪টি মৃত কচ্ছপ। ফলে গত ২৪ দিনের মোট ৮৪টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।

গত বছর (২০২৪ সাল) জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলের বিভিন্ন পয়েন্টে ২৯টি মৃত কচ্ছপ পাওয়া গিয়েছিল। এ সময়ের মধ্যে ৩টি মৃত ডলফিন, ১টি মৃত পরপইসও ভেসে এসেছিল।

বাংলাদেশ সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া দুই দিনে ৬৮টিসহ ২৪ দিনে ৮৪টি মৃত কচ্ছপ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক কচ্ছপের মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। এ তথ্যের ভিত্তিতে বোরির একটি গবেষক দল শনিবার সকাল থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। গবেষক দলটির সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং জিরো পয়েন্ট থেকে পরিদর্শন কাজ শুরু করেন। এতে শনিবার প্রথম দিনে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট থেকে উখিয়া উপজেলার রূপপতি এলাকা পর্যন্ত ১২টি কচ্ছপের মৃতদেহ উদ্ধার করে। রোববার দ্বিতীয় দিনে রূপপতি থেকে সোনারপাড়া পর্যন্ত ৪৯টি এবং পেঁচারদ্বীপ থেকে হিমছড়ি পর্যন্ত ৭টি কচ্ছপের মৃতদেহ উদ্ধার হয়েছে।

বোরির এ বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, মৃত উদ্ধার সব কচ্ছপই অলিভ রিডলে প্রজাতির। এগুলোর মধ্যে পুরুষ ও স্ত্রী কচ্ছপও রয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে কিছু সংখ্যক ১-২ দিন, কিছু সংখ্যক ৭ দিন এবং কিছু সংখ্যক ১০-১৫ দিন বা তারও আগে মৃত্যু হয়েছে। এগুলোর মধ্যে কিছু সংখ্যক বেশ কয়েকদিন আগে মৃত্যু হওয়া শুধু কংকাল পাওয়া গেছে।

আইএ

Wordbridge School
Link copied!