Menu
ছবি : প্রতিনিধি
নীলফামারী: দু’দিন ঝলমলে রোদের পর আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাত থেকে আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ। ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছে কুয়াশা।
ঘন কুয়াশার কারণে সামান্য কাছের জিনিষও ঠিকমত দেখা যাচ্ছে না। সেই সাথে হিমেল বাতাসে চরম দূর্ভোগে পড়েছে এ জেলার দরিদ্র শ্রমজীবি মানুষজন। মেঘলা আকাশ আর কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। জন শুন্য হয়ে পড়েছে রাস্তা-ঘাট। হাট-বাজার গুলোতে লোকজনের সমাগম কমে গেছে।
নীলফামারী সদর উপজেলার টুপামারী গ্রামের রিক্সাচালক সাহেব আলী জানান পেটের তাগিদে কনকনে শীতের মধ্যেও রিক্সা নিয়ে বের হয়েছি। কিন্তু ঘন কুয়াশার কারণে মানুষজন বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না। ফলে যাত্রী না থাকায় আয় কমে গেছে। সকাল ১০টা পর্যন্ত মাত্র ৩০ টাকা আয় হয়েছে বলে জানান তিনি।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানান ঘন কুয়াশার কারণে আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটারের নিচে। এ কারণে সকাল ৮টার ২টি ফাইটের ওঠা-নামা বিঘ্ন ঘটে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান আজ সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT