Menu
লক্ষ্মীপুর: নারীদের জুতার ভেতরে কৌশলে পাঁচ হাজার ৪০০ পিছ ইয়াবা বহনকালে মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ এক ব্যাক্তি অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। এসময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর থেকে পাঁচ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT