• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু


গাজীপুর প্রতিনিধি জানুয়ারি ৩১, ২০২৫, ০৪:২৭ পিএম
ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু

গাজীপুর: বিশ্ব ইজতেমা ময়দানে এক মুসল্লি মারা গেছেন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে মুসল্লির মৃত্যু হয়।

জানা গেছে, আব্দুল কুদ্দুস গাজীর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকায়। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।

এ আগে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে আজ জুমার নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এতে ইজতেমা প্রাঙ্গণে অবস্থান নেওয়া তাবলিগ জামাতের ৪১ জেলার মুসল্লি ছাড়াও অংশ নেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মানুষ।

আজ দুপুর পৌনে দুটার দিকে জুমার সবচেয়ে বড় এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। বাদ জুমা জর্ডানের শেখ উমর খতিবের বয়ান করার কথা রয়েছে। 

আজ ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করে বাংলাদেশ রেলওয়ে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, কাগজ বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ‘ইমান ও আমলের’ ওপর বয়ান করেন। আজ শুক্রবার ফজরের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। এ ছাড়া আজ বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

শুরায়ে নেজামের শীর্ষ পর্যায়ের মুরুব্বি মাহফুজুল হান্নান বলেন, এবার ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে করায় মুসল্লিদের সুবিধা হয়েছে। রাস্তাঘাটে চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। ইতোমধ্যে ৭৩টি দেশ থেকে অন্তত দুই হাজার ২০০ জনের বেশি বিদেশি মেহমান অংশ নিয়েছেন। আরও বিদেশি মেহমান আসবেন বলে আশা করা হচ্ছে।

শুরায়ে নেজামের মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান জানান, আগামী ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম ধাপের ইজতেমা শেষ হবে। এরপর আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমায় ২২ জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা অংশ নেবেন। প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। সেই পর্বে অংশ নেবেন দিল্লির তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।

এসআই

Wordbridge School
Link copied!