Menu
ছবি : প্রতিনিধি
খুলনা: খুলনার রূপসায় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজ 'এম ভি সেভেন সার্কেল-২৩ এর উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড।
শুক্রবার (৩১ জানুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ 'এম ভি সেভেন সার্কেল-২৩' বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্ট গার্ডের নিকট সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক উদ্ধার সহায়তা প্রদানের জন্য একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।
তিনি আরও জানান, জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছে এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোস্ট গার্ড ইতোমধ্যে জাহাজটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT