• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

বিএনপির উঠান বৈঠকে অতিথি আ.লীগ নেতা!


লক্ষ্মীপুর প্রতিনিধি  জানুয়ারি ৩১, ২০২৫, ০৬:২৯ পিএম
বিএনপির উঠান বৈঠকে অতিথি আ.লীগ নেতা!

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপিরসহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি ছিলেন। 

দলীয় সূত্রে জানা যায়, দলের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে বুধবার (২৯ জানুয়ারি) রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক হয়। ওই বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা গেছে। মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান। 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির মধ্যম সারির দুই নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে- ঘটনাটি আমাদেরকে ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুদ্ধ। 

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ঘটনাটি এমপি সাহেবের (আশরাফ উদ্দিন নিজান) কাছে জানেন। আমি কিছু বলবে না। 

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েছেন। তিনি আমাদের দলীয় কেউ না। আমাদের নেতাকর্মীরা এ নিয়ে চরম উত্তেজিত, ক্ষুদ্ধ হয়েছে। 

জেইউবি/এসআই

Wordbridge School
Link copied!