• ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

পাথরঘাটার দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে আস্থার পোস্টার


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:১৮ পিএম
পাথরঘাটার দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে আস্থার পোস্টার

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও দলীয় প্রধানের পোস্টার বিভিন্ন স্থানে দেখা গেছে। কে বা কারা এই পোস্টার গুলো লাগিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। রাতের আধারে লাগানো পোস্টার পুলিশ তুলে ফেলছে ও জড়িতদের আটকের চেষ্ট করছে। পোস্টার লেখা শেখ ‘হাসিনাতেই আস্থা, বিজয় আসবেই, আমরা একাত্তর। প্রচারেঃ পাথরঘাটা জনগণ।

পোস্টারগুলো পাথরঘাটা কেএম হাইস্কুলসহ শহরের ২/১টি স্থানে গভীর রাতে এগুলো লাগানো হয়েছে বলে ধারণা করে স্থানীয়রা।

 

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সূজন তার ফেসবুক পোস্টে এই পোস্টার পোস্ট করে লিখেছেন, দেয়ালের ছবিতে যদি কম্পন শুরু হয় তাহলে বাস্তবে কি হবে, আর কম্পন থামাবা কিসে পাথরঘাটার মাটি শেখ হাসিনার ঘাটি।

এদিকে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ইমরান মোল্লা নামের এক যুবককে এলাকার জনগণ ধরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করেছে। তার পিতার নাম জব্বার মোল্লা, সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আটক ইমরানের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে, অনুসন্ধান কাজ চলমান রয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!