Menu
ছবি : প্রতিনিধি
দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘হিলি প্রেসক্লাব’ এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অস্থায়ী কার্যালয়ে মনোরম পরিবেশে এই উদ্বোধন করা হয়।
প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথি বৃন্দের আসন গ্রহণ এবং রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
পরে হিলি প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এতে আরও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, যুগ্ম সাধারণ জুয়েল হোসেন প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম, সদস্য সচিব মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী, বিএনপি নেতা মাহে আলম, পৌর ছাত্র দলের আহবায়ক রেজওয়ান প্রধান সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে ফেতা কেটে হিলি প্রেসক্লাবের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
সবশেষে মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় হয়।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT