• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় বউ ফিরিয়ে দেয়ার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন!


সাতক্ষীরা প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৫, ১২:১৮ পিএম
সাতক্ষীরায় বউ ফিরিয়ে দেয়ার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন!

সাতক্ষীরা: ভালোবাসা মানে না কোনো বাধা, কিন্তু এই প্রেমের কাঁটা এসে লাগল পুরো গ্রামবাসীর মনে! নতুন বউ হারিয়ে বিপাকে পড়েছে শুধু স্বামীই নয়, পুরো এলাকা। তাই সবাই মিলে দাবি তুলেছে "বউ ফেরত চাই!"

গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদরের ধুলিহর পালপাড়া গ্রামের রাস্তায় দেখা গেল এক অভিনব দৃশ্য। বউ ফেরত চেয়ে মানববন্ধনে স্লোগান দিচ্ছে পুরো গ্রামবাসী।

ন্যায়বিচারের শপথ নিয়ে শত শত মানুষ মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। তাঁদের একটাই দাবি "আমাদের বউ ফেরত দাও!" হামলা কারীর বিচার চাই। 

সাতক্ষীরা সদরের ধুলিয়ার পালপাড়া গ্রামের, প্রেমিক আলামিন ও প্রেমিকা শারমিনের বাড়ি একেবারে মূখোমূখি।

তাদের গোপনে প্রেমের বিয়ের খবর জানাননি হওয়াতে, ৩০ জানুয়ারি বিকেলে মেয়ের বাড়ির লোকজন হঠাৎ করে ছেলের বাড়িতে "অ্যাভেঞ্জার স্টাইলে" হামলা চালায়। 

সিনেমার মতোই বাহিরের গ্রাম থেকে ভাড়া করা ১০-১৫ জনের "অ্যাডভেঞ্চার টিম" ঢুকে সব তছনছ করে দেয়। এরপর নতুন বউ শারমিনকে কোথায় যেন নিয়ে গেল! আর তখন থেকেই পুরো গ্রাম শোকে স্তব্ধ বউ গেল কোথায়?

গ্রামবাসীদের মতে, ছেলে-মেয়ে গোপনে বিয়ে করতেই পারে, এতে এমন ঢাল-তলোয়ার কেন?  "আমরা তো কেবল আমাদের নতুন বউকে ফেরত চাই, আর হামলাকারীর বিচার চাই।

এই ঘটনার পর মেয়ের বাবার দেখা মিলছেনা বাড়ির পক্ষ থেকে কেউ  মুখ খোলেননি। 

গ্রামবাসীর এই দাবিতে প্রশাসন এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়। তবে একটাই কথা, প্রেম যদি বাধা মানে না, তাহলে "বউ অপহরণ" কেন মানবে?

এদিকে, গ্রামের মানুষের মুখে এখন একটাই শ্লোগান "বউ ফেরত চাই, নইলে আন্দোলন চলবে!"

এসআই

Wordbridge School
Link copied!