• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় শিবিরের ৩ কর্মী আহত


পিরোজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:১৪ পিএম
ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় শিবিরের ৩ কর্মী আহত

পিরোজপুর: ‌পি‌রোজপু‌রের ইন্দুরকানী উপ‌জেলার বা‌লিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের হামলায় ইসলামী ছাত্রশি‌বিরের তিন কর্মী আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯ টার দি‌কে বা‌লিপাড়া ভূ‌মি অফিসের সাম‌নে এ হামলার ঘটনা ঘ‌টে। হামলাকারীরা সবাই ছাত্রলী‌গের কর্মী ব‌লে জানান উপ‌জেলা ছাত্রশি‌বির ও স্থানীয় একাধিক বাসিন্দা। 

হামলায় আহতরা হ‌লেন- ত‌রিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। অহতরা সবাই ছাত্র শি‌বি‌রের কর্মী। এ হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী বালিপাড়া বাজারে শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে বিক্ষোভ মিছিল করেন। 

ইন্দুরকানী উপ‌জেলা ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, গতকাল রাত সা‌ড়ে নয়টার দি‌কে আমরা সাংগঠ‌নিক কার্যক্রম সম্পন্ন ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে আমা‌দের উপ‌রে হামলা ক‌রে। তি‌নি আরও ব‌লেন, সারা দে‌শে তখন ছাত্রলী‌গের কর্মীরা মি‌ছিল করার জন‌্য প্রস্তু‌তি নি‌চ্ছিল তারই অংশ হিসা‌বে তারা এ উপ‌জেলায় ম‌িছিল করার প্রস্তু‌তি নি‌চ্ছিল। আমা‌দের‌কে দে‌খে তারা আমা‌দের উপ‌রে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে।

আহত শিবির কর্মীরা বলেন, রাতে আমা‌দের তিনজন‌কে পে‌য়ে হঠাৎ দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে। তারা এর আগে আমা‌দের‌কে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হো‌সেন জানান, গতকাল রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। আমরা এখনও কোন অভি‌যোগ পাইনি। অহতরা দাবী কর‌ছেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইএ

Wordbridge School
Link copied!