• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইজতেমায় দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লীর মৃত্যু 


গাজীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:৪০ এএম
ইজতেমায় দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লীর মৃত্যু 

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লি মারা গেছেন। মৃত্যু হওয়া ওই মুসল্লীর নাম সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা জোবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আরও জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে হাজারো মুসল্লি জড়ো হয়েছেন। সাইফুল ইসলামও ছিলেন তাদেরই একজন। এর মধ্যে সোমবার বিকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,সাইফুলের উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল। এর মধ্যে ময়দানে অবস্থানকালে বিকেলে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) মারা গেছেন বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। এর আগে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।

এসআই

Wordbridge School
Link copied!